‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের প্রথম ছবিতে কমলা রঙা একটি গাড়ি চালান পল ওয়াকার। তার সম্মানে এটি নিলামে তোলা হচ্ছে।
ইন্ডিয়ানাপলিসের ইন্ডিয়ানা ফেয়ার গ্রাউন্ডসে আগামী ১৬ মে এই নিলাম অনুষ্ঠিত হবে। গাড়িটির বর্তমান মালিক কে তা গোপন রাখা হয়েছে।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির একটি দৃশ্যে আরেক অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে গাড়ির রেসে সমানতালে পাল্লা দেন পল। একপর্যায়ে একটি ছুটন্ত ট্রেন ধেয়ে আসছে দেখেও গাড়ি দুটি লাফ দিয়ে রেল ক্রসিং পার হয়।
গত বছরের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পল ওয়াকার। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ছবিতে অভিনয় করেই খ্যাতি পান তিনি। ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি বিশ্বব্যাপী ৩৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করে। সিরিজের সর্বশেষ ছবি ‘ফিউরিয়াস সেভেন’ আয় করেছে ১০০ কোটি ডলারেরও বেশি। এর কাজ অসম্পূর্ণ থাকতেই মারা যান পল।
* ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ (২০০১) ছবির দৃশ্য :
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ