ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টাকার মানুষ হতে অরুচি দীপিকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
টাকার মানুষ হতে অরুচি দীপিকার দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের সমসাময়িক একাধিক তারকা প্রযোজনায় নাম লিখিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় আনুশকা শর্মা ও রণবীর কাপুরের কথা।

এ ছাড়া মনোজ বাজপেয়ী, নীল নিতিন মুকেশ আর চিত্রাঙ্গদা সিংও প্রযোজনায় এসেছেন। কিন্তু প্রযোজকের আসনে বসার কোনো ইচ্ছা নেই তার। তার সব আগ্রহ এখন অভিনয়ে। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি টাকার মানুষ হতে চাই না। মুনাফা কিংবা সাফল্যকে ব্যবহার করে কিছু পেতে চাই না। প্রযোজক হিসেবে ফলাফলের জন্য কাজ করার চেয়ে অন্তরালে থাকতে চাই। ’

দীপিকা আরও বলেন, ‘বলছি না শিগগিরই এ কাজে আমাকে দেখবেন। তবে যদি তেমন সুযোগ পাই তাহলে লাইন প্রডিউসারের কাজই উপভোগ করবো। কাগজপত্র ফাইল করে রাখা, প্রিন্টআউট নেওয়া, ফোল্ডার বানানো এবং তথ্যাদি টুকে রেখে অন্যদেরকে সময়ানুবর্তিতার কথা মনে করিয়ে দিতে ভালো লাগে আমার। প্রযোজনার বেলায় এ ধরনের কাজের প্রতি আগ্রহ আছে। ’

দীপিকার সর্বশেষ দুই ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) তুমুল ব্যবসা করেছে। কিন্তু দীপিকার কাছে সাফল্যের সংজ্ঞা অন্যরকম। তার মন্তব্য, ‘গত কয়েক বছরে বলিউডে টাকা আয়ের উদ্দেশ্য নিয়েই বেশি ছবি তৈরি হয়েছে। এটা দুঃখজনক যে, ব্যবসাসফল হলেই ছবিকে ভালো বলা হয়। কিন্তু আমার কাছে সেই ছবিই সফল, যেটা দর্শক বারবার দেখে। ’

দীপিকা এখন সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘বাজিরাও মাস্তানি’ (প্রিয়াঙ্কা চোপড়া, রণরীর সিং) ছবির কাজ করছেন। এ ছাড়া আগামী মাসে মুক্তি পাবে তার অভিনীত ‘পিকু’ (অমিতাভ বচ্চন, ইরফান খান)।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।