ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালে কিছু লোকের চক্রান্তে ত্রাণ তহবিলের অপব্যবহার হচ্ছে জেনে হতভম্ব মনীষা কৈরালা। তাই এ ধরনের সংগঠন থেকে সতর্ক থেকে জেনেশুনে অর্থদানের পরামর্শ দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পেজে মনীষা বলেছেন, ‘বেশ কিছু সংগঠন আমার জন্মভূমির বিপতসংকূল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মুনাফার চেষ্টা করছে । তাই সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। যারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান তারা সংশ্লিষ্ট সংগঠনের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে দু’বার খোঁজখবর নিয়ে তারপরেই সাহায্য করার অনুরোধ জানাচ্ছি। ’
গত সপ্তাহে নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫০। এ ছাড়া বিপুল পরিমাণে ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তাই মনীষার দাবি, যতো বেশি সম্ভব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো নিশ্চিত করতে হবে। ‘দিল সে’খ্যাত বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘মনে রাখতে হবে এমনিতেই সেখানে খাবার ও বিশুদ্ধ পানির স্বল্পতা আছে। তাই এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি উতরে উঠতে আমাদেরকে ত্রাণ ও পুনর্বাসন করার জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে হবে। ’
মনীষা এখন ভারতের ব্যাঙ্গালোরে তামিল ছবি ‘গেম’-এর কাজ করছেন। পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রাণ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত আছেন তিনি।
বাংলাদেশ সময় : ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ