দুই বাংলার শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও সংগীতশিল্পী নুরুল ইসলামের কণ্ঠে এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলকের রবীন্দ্র সংকলন অ্যালবাম ‘আজি এ বসন্তে’ প্রকাশিত হলো।
গত ২৯ এপ্রিল রাজধানীর গুলশান ক্লাবে এর মোড়ক উন্মোচন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এম.পি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমদ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো: নুরুল কবির।
‘আজি এ বসন্তে’ অ্যালবামে রয়েছে ১০টি গান। এগুলোর শিরোনাম ‘মধুর বসন্ত এসেছে’, ‘আজি এ বসন্তে’, ‘ডেকো না মোরে’, ‘অলি বার বার ফিরে যায়’, ‘সে কোন বনের হরিণ’, ‘এসো আমার ঘরে’, ‘আকাশ জুড়ে’, ‘সে আমার গোপন কথা’, ‘সেদিন দুজনে’ ও ‘মোর ভাবনারে’। সংগীতায়োজন করেছেন দুর্বাদল চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময় : ১২১৩ ঘণ্টা, মে, ২০১৫
জেএইচ