ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নেপালের জন্য জেমস বন্ডের আহ্বান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ২, ২০১৫
নেপালের জন্য জেমস বন্ডের আহ্বান (ভিডিও) ড্যানিয়েল ক্রেগ

রূপালি পর্দায় শত্রুকে শায়েস্তা করার সঙ্গে বিপদগ্রস্ত মানুষের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, বাস্তবেও মানুষের বিপদে বসে থাকলেন না জেমস বন্ড। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ড্যানিয়েল ক্রেগ।

ইউটিউবে একটি ভিডিও ছেড়েছেন ব্রিটিশ এই অভিনেতা।

ডিজাস্টার ইমারজেন্সি কমিটির (ডিইসি) পক্ষে ভিডিওতে ৪৭ বছর বয়সী ক্রেগ বলেন, ‘অসংখ্য মানুষের সাহায্য প্রয়োজন। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং ত্রাণ দেওয়া। অনুগ্রহপূর্বক কিছু করুন। ’

ক্রেগ এখন জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটর’-এর কাজ করছেন। এটি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।  

* ড্যানিয়েল ক্রেগের আহ্বান জানানোর ভিডিও :


বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, মে ২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।