ঘর বাঁধলেন সংগীতশিল্পী মিলন মাহমুদ। কনের নাম মৌরি রহমান।
মৌরি স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেছেন বুয়েটে। উত্তরা ১২ নম্বর সেক্টরে ক্রসফিট জিমে নিয়মিত শরীরচর্চা করতেন মিলন। সেখানে তাদের পরিচয়। এরপর দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ের বিষয়ে আলোচনা করেন।
এ প্রসঙ্গে মিলন মাহমুদ বাংলানিউজকে বলেন, ‘অনেকটা হুট করেই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। দুই পরিবারের আয়োজনেই বিয়েটা হলো। সবার কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি। ’
মিলন মাহমুদের প্রথম অ্যালবাম ‘ধ্যান’ প্রকাশিত হয় ২০০৫ সালে। তার অন্য অ্যালবামগুলো হলো ‘ভালোবাসার আহ্বান’, ‘চারিদিকে কোলাহল’, ‘গোপনে’, ‘মন যমুনা’, ‘স্বপ্নডানা’, ‘পরবাস’ ও ‘আলিঙ্গন’। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘চলো সবাই’, ‘আরেকটিবার হাতটি ধরো ভালোবেসে’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘লাল সবুজের পতাকা’ প্রভৃতি। শিগগিরই আসছে তার নতুন অ্যালবাম ‘অচেনা শহর’।
মিলন মাহমুদ ২০০৯ সালে চলচ্চিত্রে গাইতে শুরু করেন। এ পর্যন্ত ১৬টি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে ‘চোরাবালি’ ছবির ‘মা’ গানটি প্রশংসিত হয়েছে সবচেয়ে বেশি।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ২, ২০১৫
এমকে/জেএইচ