নেপালে স্মরকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অসংখ্য মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এই দুর্গতদের সাহার্য্যার্থে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংগীতনির্ভর টিভি চ্যানেল গানবাংলা।
এতে দেশের প্রায় অর্ধশত ব্যান্ড ও কণ্ঠশিল্পী সংগীত পরিবেশন করবেন বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে আগামী ২৯ মে বিকেল ৪টা থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি শুরু হয়ে চলবে পরদিন ভোর ৪টা পর্যন্ত।
গানবাংলার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস বাংলানিউজকে বলেছেন, ‘পুরো পরিকল্পনা আর দুই দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলবো। এই আয়োজন থেকে আমরা ১০০ টাকাও মুনাফা নেবো না। কনসার্টে যারা গাইবেন বা বাজাবেন তারাও বিনা পারিশ্রমিকে অংশ নেবেন। এতে কোনো ধরনের বাণিজ্যিক ব্যাপার থাকবে না। টিকিট বিক্রি ও অন্যান্য খাত থেকে সংগৃহীত অর্থের পুরোটাই নেপালের ক্ষতিগ্রস্তদের জন্য দিয়ে দেবো। ’
বাংলাদেশ সময় : ২০২২ ঘণ্টা, মে ২, ২০১৫
জেএইচ