সুবিধাবঞ্চিত ও আর্তের সেবায় বরাবরই এগিয়ে যান সালমান খান। তাই নিজের ফাউন্ডেশন বিইং হিউম্যান থেকে ভূমিকম্পে বিধ্বস্ত নেপালবাসীর সাহায্যার্থে তিনি এগিয়ে গেছেন বলে ধারণা করেছে সবাই।
সালমান সাফ জানিয়ে দিয়েছেন, নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য তার ফাউন্ডেশন কোনো অর্থ দান করেনি। নিজের ফেসবুক পেজে বলিউডের এই সুপারস্টার বলেন, ‘নেপালে ভূমিকম্প দুর্গতদের জন্য বিইং হিউম্যান অর্থ দান করার গুজব রটেছে। এটা পুরোপুরি বানোয়াট। আমার ফাউন্ডেশন আপাতত শুধু ভারতে কার্যক্রম চালাচ্ছে। ’
বিইং হিউম্যান ফাউন্ডেশন গড়ে তোলা হয় ২০০৭ সালে। তখন থেকে ভারতের সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে নানা পদক্ষেপ নিয়েছে ফাউন্ডেশনটি।
নেপালে গত ২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে অন্তত সাত হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার আর গৃহহীন হয়েছেন লাখ লাখ মানুষ।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ৪, ২০১৫
বিএসকে/জেএইচ