ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের সময় অভিনেত্রী কিংবা গায়িকারা সাধারণত শাড়ি কিংবা সালোয়ার-কামিজ বেছে নেন। কিন্তু কঙ্গনা রনৌত হাঁটলেন উল্টো পথে।
কঙ্গনার গাউনের পেছন দিকটা ছিলো লম্বালম্বি কাটা। চুলগুলো বেঁধে তিনি ঠোঁটে দিয়েছিলেন গাঢ় মেরুন রঙের লিপস্টিক। কঙ্গনার পরা পোশাকটির নকশাকার নিউইয়র্কবাসী ডিজাইনার বিভু মহাপাত্র। এর আগে ভারত সফরে এসে বিভুর ডিজাইন করা পোশাক পরেছিলেন মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।
‘কুইন’ ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কঙ্গনা। ৩ মে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি রজত কমল পুরস্কার গ্রহণ করেন। গত ২৪ মার্চ এবারের জাতীয় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার জেতেন তিনি। আগেরবার অবশ্য পুরস্কার নেওয়ার সময় কালো রঙা সালোয়ার-কামিজ পরেছিলেন বলিউডের এই তারকা।
এদিকে ‘কুইন’ ছবির জন্য সফল হওয়ায় মুম্বাইয়ে বড়সড় অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন কঙ্গনা। এখানে বেশ ধুমধাম হবে। কঙ্গনা এখন তার নতুন ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত। এটি মুক্তি পাবে আগামী ২২ মে। চার বছর আগে মুক্তি পেয়েছিলো ‘তনু ওয়েডস মনু’।
বাংলাদেশ সময় : ১৯৫১ ঘণ্টা, মে ৪, ২০১৫
বিএসকে/জেএইচ