পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবপ্রিয় মানুষের ভিড়ে যৌন সহিংসতার শিকার হয়েছিলেন কয়েকজন নারী। একই দিনে এরকম আরও যৌন-সহিংসতা ঘটেছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্য চত্বরে আগামী ১৫ মে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত গানে গানে প্রতিবাদ জানাবেন শিল্পীরা। কনসার্টে সংহতি জানিয়ে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, জলের গান, শহরতলী, সমগীত, সহজিয়া, বাউল এক্সপ্রেস, চিরকুট, চিৎকার, মাদল, জাগরণ এবং পথের দল ব্যান্ড এবং কৃষ্ণকলি, কফিল আহমেদ, কোনাল, শায়ান, সভ্যতা ও ভব।
আয়োজকরা ফেসবুকে জানিয়েছেন, ‘যৌন-সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। গান-ই হোক আমাদের প্রাণ, আমাদের প্রতিবাদ-প্রতিরোধ, আত্মবুদ্ধি-আত্মশুদ্ধি এবং শক্তি-সঞ্চয়ের ভাষা। সেজন্যই এই কনসার্ট। ’
বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, মে ৭, ২০১৫
জেএইচ