জীবনের বেশিরভাগ সময় রবীন্দ্রসংগীত নিয়েই কাটাচ্ছেন শিল্পী সাদী মহম্মদ। এর স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র-পুরস্কার পেলেন তিনি।
আগামী ১০ মে বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে রবীন্দ্রজন্মবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্মারক বক্তৃতায় রবীন্দ্র বিষয়ক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক হায়াৎ মামুদ।
এখানে আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রকবিতার আবৃত্তি পরিবেশন করবেন।
বাংলাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা, মে ৭, ২০১৫
জেএইচ