বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় মঞ্চে এসেছিল থিয়েটার প্রযোজিত নাটক 'চোর চোর'। এ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক 'ভালোবাসার দুই রঙ'।
নাটকটির কাহিনী নিয়ে নির্মাতা জানান, চৈতী (অর্পণা) ও সুমন (আশিক) নামের প্রেমিক যুগলের ঘটনা নিয়েই নাটকের মূল গল্প তৈরি হয়েছে। তাদের ভালোবাসার এক পর্যায়ে চৈতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সুমনের ইচ্ছা অনাগত সন্তানটিকে পৃথিবীতে না নিয়ে আসার। অন্যদিকে চৈতী এর বিপরীতে। এ সঙ্কট নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
আশিক চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘এ নাটকের গল্পটা ভালোলেগেছে আমার। আমি সাধারণত চলচ্চিত্রে অভিনয় করি। আশা করি, দর্শকরা পছন্দ করবেন নাটকটি। ’
নাটকটি এনটিভিতে ১৬ মে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ১৬ মে, ২০১৫
এমকে/