ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
কানের লালগালিচায় ‘পরবাসিনী’র নায়িকা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: উৎসবের তিন দিন পেরিয়ে চতুর্থ দিন। ১৬ মে দুপুর গড়িয়ে বিকেল।

হঠাৎ লালগালিচায় একটা মেয়েকে দেখে মনে হলো তিনি ভারতীয়, নয়তো বাঙালি। তবে স্প্যানিশ আর মেক্সিকান ছায়াও আছে মুখাবয়বে।

লালগালিচায় পা মাড়ানো শেষে তিনি পাশে আসতেই কৌতূহল মেটাতে এগিয়ে গেলাম। শুরুতে ইংরেজিতে প্রশ্ন- আপনি কি ভারতীয়? উত্তর এলো- ‘ইয়েস। আপনি বাঙালি?’ এই শ্বেতাঙ্গদের দেশে আমার বাঙালিয়ানা মুখ চিনতে কারও কষ্ট হওয়ার কথা না। তবুও জানতে চাইলাম- আপনিও কি বাঙালি? অবাক করে মেয়েটা বাংলায় উত্তর দিলেন, ‘হ্যাঁ। আপনি কোন দেশ থেকে এসেছেন?’ বাংলাদেশ শুনতেই তিনি সুখবর দিলেন- ‘আরে আমি তো বাংলাদেশের একটা ছবিতে কাজ করেছি। ’ এরপর পরিচয় পর্ব।

মেয়েটার নাম রিত মজুমদার। বাংলাদেশের ‘পরবাসিনী’ ছবিতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ। এতে তিনি অভিনয় করেছেন ইমনের সঙ্গে। এর দৃশ্যধারণ হয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানিতে। এ ছাড়া বাংলাদেশ আর ভারতেও কাজ হয়েছে।  

‘পরবাসিনী’ রিতের প্রথম বাংলা ছবি। এর আগে তার অভিনীত ইতালিয়ান ছবি ‘ভিসিবল ব্রা স্ট্রাপস’ (এলেজান্ড্রো বিয়াংকো ও অজিতেশ শর্মা) ফরাসি ছবি ‘দ্য অভা’ (জন লুই ক্যারেস্কো), ইংরেজি ছবি ‘সোয়েন’ (অজিতেশ শর্মা) মুক্তি পেয়েছে। এখন তিনি কাজ করছেন ইশান্ত ত্রিবেদি পরিচালিত হিন্দি ছবি ‘আই কিল্ড হিম’-এ। সামনে জরজ রামিরেজ ও অজিতেশ শর্মার পরিচালনায় ‘ভিসিবল ব্রা স্ট্রাপস টু’ ছবিতে কাজ করবেন।

এ ছাড়া রণবীর কাপুরের সঙ্গে প্যানাসনিক আর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইন্ডিয়ান অয়েলের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। বাংলা, হিন্দি আর ইংরেজির পাশাপাশি অনর্গল স্প্যানিশ বলতে পারেন তিনি। তার আন্তর্জাতিক কাজগুলো ব্যবস্থাপনা করে মেক্সিকোর একটি এজেন্সি। কানে মার্শে দু ফিল্ম বিভাগে জুরিদের নির্বাচনে নবীন উদীয়মান তারকা হিসেবে অন্যদের মতো বেছে নেওয়া হয় রিতের মুখও। এর সুবাদেই আন্তর্জাতিক কাজগুলো করতে পারছেন তিনি। তাই কানের প্রতি তার আছে অন্যরকম টান। এ নিয়ে তৃতীয়বার কানে এলেন তিনি।

কথা প্রসঙ্গে জানা গেলো, রিতের আদি বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। নানা-নানি কলকাতার হলেও তার দাদা নিকুঞ্জ ভট্টাচার্য ছিলেন এপারের নাগরিক। চলচ্চিত্র সম্পাদক হিসেবে তার খ্যাতি ছিলো ব্যাপক। এটা ষাটের দশকের কথা। তার মৃত্যুর পর টালিগঞ্জ পাড়ায় দু’দিন সব কাজ বন্ধ ছিলো। রিত বেড়ে উঠেছেন নানা-নানির কাছে। তিনি উচ্চাঙ্গ নৃত্য শিখেছেন। অভিনয়ের প্রতি আগ্রহ জন্মাবার কারণ নিয়ে বললেন, ‘এটা অনেকটা গল্পের বইয়ের মতো। আমরা যখন গল্পের বই পড়ি তখন ওটার চরিত্রে নিজেকে ভেবে নিই। আরেকটা বই পড়লে তখন ওইটার চরিত্রে ঢুকে পড়ি। অভিনয়শিল্পীদের বেলায়ও অনেকটা তেমন। ’

রেগে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘পরবাসিনী’তে যুক্ত হওয়া প্রসঙ্গে রিত জানালেন, তোর ‘দ্য অভা’ ছবিটি কান উৎসবে অংশ নিয়েছিলো। এর সুবাদে উৎসবের চলচ্চিত্র বিভাগের পরিচালক ক্রিস্টিয়ান জ্যুনের সঙ্গে রিতের পরিচয় হয়। ক্রিস্টিয়ান আর স্বপন আহমেদ ভালো বন্ধু। ‘বাংলা কল্পবিজ্ঞানধর্মী ছবি শুনেই কাজটা করতে রাজি হয়েছি। কারণ আমি বাংলা ভাষা জানি। ’

রিতের আশা, বাংলায় ‘পরবাসিনী’ আর হিন্দিতে ‘আই কিল্ড হিম’ দুটি আলাদা দেশের চলচ্চিত্র শিল্পে তার যাত্রাটা হবে কাছাকাছি সময়ে। সেজন্য তিনি উচ্ছ্বসিত। স্বপনের ছবিটি মুক্তি পেলে বাংলাদেশে আসতে চান তিনি। ‘দাদাবাড়ি দেখতে খুব ইচ্ছে করে। একবার ভিসাও লাগিয়েছিলাম। কিন্তু হঠাৎ কাজ পড়ে যাওয়ায় তা বাতিল করতে হয়েছে। আমার কাছে দুটো দেশ একই মনে হয়। আমাদের ভাষাও এক। ‘পরবাসিনী’র কাজ করার সময় স্বপন আর ইমনের সঙ্গে বাংলাতেই কথা বলতাম। ঘরে থাকলে মা-বাবার সঙ্গে কিন্তু বাংলাতেই কথা বলি। দেখছেন তো, আপনার চেয়েও ভালো বাংলা বলতে পারছি!’

রিত বাংলাদেশে আসবেন জেনে একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবেই এলো। এখানকার ছবিতে আবার কাজ করবেন? তার উত্তর- ‘ভালো গল্প, চরিত্র, নির্মাতা আর ভালো চিত্রগ্রাহক হলে কাজ করবো না কেনো! চিত্রগ্রাহকের ওপরই নির্ভর করে ছবিতে আমাকে কেমন দেখাবে। দেখা যাক সবকিছু মেলে কি-না। ’

(বাংলানিউজে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সব খবর প্রকাশিত হচ্ছে www.rabbitholebd.com এর সৌজন্যে। )

ফ্রান্স সময় : ০০১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৫
জেএইচ

** জনারণ্যে জমজমাট সব
** দেখা দিলেন ঐশ্বরিয়া
** হঠাৎ ডায়েন ক্রুজারের বিকিনি!
** ম্যাকোনাহে ও নাওমি ওয়াটসের সঙ্গে কিছুক্ষণ
** শর্টস আর স্কার্টের ভিড়ে তারা দু'জন
** কানে শোনা, কানে দেখা
** কান পেতে রই
** সব আকর্ষণ কানজুড়ে
** এলেন উডি অ্যালেন!
** বন্ডকন্যা ও বন্ডের অর্ধাঙ্গিনীর সামনে
** কানে সামনের সারিতে নারীরা
** মেক্সিকান রূপের রানীর গল্প
** বাংলাদেশ ভালো খেলছে শুনেছি : শার্লিজ থেরন
** কান উৎসবের পর্দা উঠলো
** কানের লালগালিচায় ক্যাটরিনা
** কান নিয়ে কানাকানি!
** ষাট বছরে স্বর্ণপাম
** কান উৎসবের খুঁটিনাটি
** কানে চোখ রাখুন
** প্যারিসে এক টুকরো কান
** রোড টু কান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।