ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছয় পর্বের ধারাবাহিক নাটকে শিমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ছয় পর্বের ধারাবাহিক নাটকে শিমু ‘শেষ অধ্যায়’ নাটকের দৃশ্যে সুমাইয়া শিমু

আগে নিয়মিত টিভি নাটকে অভিনয় করতে দেখা গেলেও এখন অনেকটাই কম কাজ করেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অনেকদিন পর এবারের ঈদে ছয় পর্বের জন্য নির্মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

নাটকের নাম ‘শেষ অধ্যায়’। রেজাউর রহমান রিজভীর রচনায় এ নাটকটি পরিচালনা করছেন মিনহাজুল ইসলাম অভি।

এরইমধ্যে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। নাটকটিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়শ্রী কর জয়া, সজল, মিমো, পাভেল,ইশরাত তন্নি, ইসমত আরা লেমন, ঝুনা চৌধুরী, সাজু আহমেদসহ আরো অনেকে।

এ নাটকে অভিনয় নিয়ে সুমাইয়া শিমু বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম স্বপ্না। গ্রাম থেকে শহরে আসা একটি মেয়ের বড় বোনের বাসায় আশ্রয় নেয়। কিন্তু বড় বোন তাকে খারাপ পথে নেবার চেষ্টা করে। আশা করছি, কাজটি সকলের পছন্দ হবে। ’

খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে ছয় খন্ডের নাটক ‘শেষ অধ্যায়’।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ১৮মে, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।