মে ২০০৯ থেকে মে ২০১৫। গতি থিয়েটার দেখতে দেখতে পার করেছে ছয় বছর।
জাতীয় নাট্যশালার খোলা প্রাঙ্গনে ২১ মে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা ৩০ পর্যন্ত রয়েছে মিউজিক আওয়ার এবং অতিথিদের শুভেচ্ছা পর্ব।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস, চলচ্চিত্র ব্যক্তিত্ব আজাদ রহমান, ঝুনা চৌধুরী, মান্নান হীরা, মিজানুর রহমান, আহমেদ গিয়াস জাহিদ রিপন, সঙ্গীতশিল্পী খন্দকার আব্দুস সালাম, শিল্পী লীনু বিল্লাহ্, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, শিল্পী আসিফ আকবরসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ডিফরেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ রহমান, সঙ্গীতশিল্পী বিপ্লব সরকার, ক্রিপসন, মন্টি, এবং গানদূত ব্যান্ড। সন্ধ্যা ৭ টায় রয়েছে গতি থিয়েটারের ১০ম প্রযোজনা ‘শিকারী’র প্রিমিয়ার শো।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। এ নাটকে অভিনয় করবেন মনি পাহাড়ী, উপল সরকার,আশিক সুমন ও আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৭মে, ২০১৫
এমকে/