গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভেতর যেতে হয়নি তাকে।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য তিনি নন। ’ তিনি আরও জানান, ‘আমি যখন বিপদে পরেছিলাম তখন সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। কেউ কেউ আমার জন্য রোজাও রেখেছেন। আর এই জন্য আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। ’
৪৯ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, ‘শুধু কি আমার জন্য দোয়া করলেই হবে কখনও কখনও নিজেদের জন্যও দোয়া করতে হবে। ’
‘বজরঙ্গি ভাইজান’ ছবির দীর্ঘ শুটিং করার পর বেশ ক্লান্ত দেখাচ্ছিল সালমানকে। তারপরও হাসিমুখেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নিয়েও তিনি বললেন, ‘আমরা বোকার মতো শুধু শুধুই সুইজারল্যান্ড যাই। পৃথিবীর আর কোথাও কাশ্মীরের মতো এত সুন্দর জায়গা নেই। ’
জম্মু ও কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন না কেন জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘শুধু কাশ্মীর কেন? আমি পুরো ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো। ’
কাশ্মীরের একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান। এ বিষয়ে তার মন্তব্য, ‘মানুষের জীবনকে উন্নত করার জন্য যা কিছু প্রয়োজন তা আমি করব। আমি সব সময় সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।
এখানেই শেষ নয় সালমান যেখানে আছে সেখানে বিয়ের প্রশ্ন হবে না এমনটা হতেই পারে না। ওই সাক্ষাৎকারে সালমান খানকে বিয়ে ও হানিমুন নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে জানান, ‘আমি যদি বিয়ে করি এবং হানিমুন করতে কাশ্মিরে আসি তাহলে তো আপনারা ভিডিও করে ফেলবেন। তাই কাশ্মিরে অন্তত হানিমুন করতে আসবো না। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
বিএসকে