গতকাল (১৭ মে) যুক্তরাষ্ট্রের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৫। উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন র্যাপার সংগীতশিল্পী লুডাক্রিস ও মার্কিন মডেল ক্রিসি তাইজেন।
সেরা সংগীতশিল্পী, সেরা গায়িকাসহ আটটি বিভাগে পুরস্কার জিতেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেলর সুইফট।
২৫ বছর বয়সী এই অভিনেত্রী ও গায়িকা যে আটটি পুরস্কার পেয়েছেন সেগুলো হলো টপ আর্টিস্ট, টপ ফিমেল আর্টিস্ট, টপ বিলবোর্ড ২০০ আর্টিস্ট, টপ ২০০ অ্যালবাম, টপ হট ১০০ আর্টিস্ট, টপ ডিজিটাল সং আর্টিস্ট, টপ স্ট্রিমিং সং (ভিডিও) ও বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (ফ্যান-ভোটেড)। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলিমেইল ডটকম।
এছাড়া শিল্পীদের মধ্যে একাধিক পুরস্কার পেয়েছেন স্যাম স্মিথ, ফ্যারেল উইলিয়ামস, অ্যাজেলিয়া প্রমুখ। এ ছাড়া একাধিক পুরস্কার পেয়েছে ব্রিটিশ-আইরিশ ব্যান্ডদল ওয়ান ডিরেকশন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৫
বিএসকে