আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে 'ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র বাই-সাইকেল র্যালিতে অংশ নিবেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও নির্মাতা অনন্ত জলিল।
তারেক আকবর বাংলানিউজকে বলেন, ‘৫ জুন সকাল ৯ টায় রাজধানীর নর্থ-গুলশান এভিনিউ রোড থেকে ইয়ুথ ভয়েসের বাই-সাইকেল র্যালিটি শুরু হবে। ইয়ুথ ভয়েসের সদস্য ছাড়াও সকলের জন্য সেখানে অংশগ্রহণ উন্মূক্ত থাকছে। পরিবেশ সুরক্ষার সমর্থনে ‘ইয়ুথ ভয়েসে’র র্যালিতে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য বিনামূল্যে টি-শার্ট রয়েছে। সেই সাথে থাকছে দুপুরের আপ্যায়ন। এ আয়োজনে অনন্ত জলিল থাকবেন বলে কথা দিয়েছেন। ’
‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের র্যালিটির মূল প্রতিপাদ্য হচ্ছে 'সুস্থ্য পরিবেশই সুস্বাস্থ্য'। এছাড়া র্যালিটির মাধ্যমে নগরবাসীদের মধ্যে পরিবেশ বান্ধব বাহন বাই-সাইকেল চালনায় উৎসাহ বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশ্বের অন্যান্য দেশের শহরগুলোর মতো রাজধানীর প্রতিটি রাস্তায় আলাদা সাইকেল লেন তৈরীর দাবী জানাবে 'ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'।
বিশ্ব পরিবেশ দিবসে বাই-সাইকেল চালনার পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচীরও আয়োজন করছে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২০মে, ২০১৫
এমকে/