জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম এক যুগেরও বেশি সময় ধরে গান করছেন। গতানুগতিক ধারার বাইরের স্টাইলে গান করে অল্প সময়েই সফলতা পেয়েছেন তিনি।
বিভিন্ন মিশ্র ও দ্বৈত অ্যালবামে গান করে শ্রোতামহলে প্রশংসিত হয়েছেন এলিটা। বিশেষ করে অদিতের সুর-সংগীতায়োজনে মাহাদির সঙ্গে তার গাওয়া একাধিক গান আলোচনায় আসে। এ অ্যালবামে গান থাকছে ৮টি। গানগুলো লিখেছেন সন্ধি, রবিউল ইসলাম জীবন, আবদার রহমান, অনিক খান ও ফুয়াদ।
গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন সন্ধি, শাকের, অদিত ও ফুয়াদ আল মুক্তাদির। এতদিন পর বহু প্রতীক্ষিত একক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে এলিটা করিম বাংলানিউজকে বলেন, ‘ছয় বছর সময় নিয়ে কাজটি করেছি। মেলোডি ধাঁচের গান থাকবে নতুন এ অ্যালবামে। ২০০৯ সালে এর কাজ শুরু করেছিলাম। শেষ পর্যন্ত নিজের মনের মতো করে একটি অ্যালবাম করতে পেরেছি। এটাই আমার কাছে আনন্দের ব্যাপার। আশা করছি ভাল লাগবে সবার। ’
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমকে/