ঢাকা: ব্রিটিশ চলচ্চিত্রকার রুহুল আমিন পরিচালিত বড় বাজেটের ছবি ‘হাসন রাজা'র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। পোস্ট-প্রোডাকশনের কাজও প্রায় শেষের দিকে।
কিছু বিরল সেকোয়েন্স আর প্রাণ-প্রাচুর্যময় দৃশ্যের চিত্রায়ন রয়েছে ছবিতে। যা কি না চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি বলে দাবি করছেন ছবি সংশ্লিষ্টরা।
হাসন রাজা নামের এক মরমী কবিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে আবিষ্কারের গল্প ছবিটিতে উঠে এসেছে।
কবির জীবনের অন্তহীন অনুসন্ধান, অধ্যাত্মবাদ এবং তার রহস্যপূর্ণ জীবনের গল্পই ঠাঁই পেয়েছে এখানে।
ছবিতে ব্যবহৃত গানগুলোতেও রয়েছে ভিন্নমাত্রা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পী লাহড়ীর ক্যারিয়ারে এই অভিজ্ঞতা মাইল ফলক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ছবিতে অভিনয় করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, রাইমা সেনসহ অন্যরা।
কোরিওগ্রাফার সুকল্যান ভট্রাচার্যের নির্দেশনায় ধ্রুপদী আর লোক-নৃত্যের দৃষ্টিনন্দন সংমিশ্রণ। মিঠুন চক্রবর্তীর নিখুঁত তরবারি যুদ্ধের দৃশ্যও মন কাড়বে সবার।
হাসন রাজা ছবিটি শুরু হবার পর মন্ত্রমুগ্ধের মতো প্রতিটি মুহূর্ত স্ক্রীনে তাকিয়ে থাকা ছাড়া দর্শকের আর কিছুই করার থাকবে বলে জানান ছবিটির পরিচালক রুহুল আমিন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ২১, ২০১৫
টিআই