ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাড়ি ফিরেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
বাড়ি ফিরেছেন শাহরুখ শাহরুখ খান

বৃহস্পতিবার (২১ মে) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ড হাসপাতালে সঞ্জয় দেশাইয়ের তত্ত্বাবধানে বাঁ পায়ের হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষে শুক্রবার (২২ মে) নিজের বাড়ি মান্নতে ফিরেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান।  

 

বলিউডের এই সুপারস্টারকে চারদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভক্তদের উদ্দেশ্যে তিনি টুইটারে লিখেছেন, ‘বিপদে আমার পাশে দাঁড়ানোর জন্য এবং দোয়া করার জন্য সকলকে ধন্যবাদ। ’   

 

জানা গেছে ৪৯ বছর বয়সী এ অভিনেতার বাঁ হাঁটু ফুলে গিয়েছিলো। এ কারণে তিনি গত কয়েক মাস অবিরাম ব্যথা অনুভব করছিলেন। গত কয়েক বছরে বেশ কয়েকবার আহত হওয়ার ফলেই এমন হয়েছে বলে মন্তব্য চিকিৎসক সঞ্জয়ের।

 

অস্ত্রোপচারের আগ পর্যন্ত ‘রায়ীস’ ছবিতে অভিনয় করছিলেন শাহরুখ। বিশ্রাম শেষে তিনি আবার কাজে নেমে পড়বেন।  

 

গত বছর ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজ করতে গিয়ে কাঁধ ও হাঁটুতে বেশ ভালোই চোট পান শাহরুখ।

** শাহরুখের হাঁটুতে অস্ত্রোপচার 

 

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ২৩, ২০১৫

বিএসকে/ একেএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।