বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে দিনব্যাপী অনুষ্ঠানমালা।
ফজলুর রহমান বাবু ও চম্পা অভিনীত নাটক ‘রাক্ষুসী’ নাটকটি আরটিভিতে দেখানো হবে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘গগনে গহন সন্ধ্যাতারা’ প্রচারিত হবে চ্যানেল আইতে রাত সাড়ে ১১টায়।
বিশেষ নাটক ‘তোমার পথের ধূলিতে’-এর দৃশ্যে সুবর্ণা মুস্তাফা ও সোহানা সাবা। দেখানো হবে এনটিভিতে রাত নয়টায়। পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।
‘খুঁজি তারে আমি আপনায়’ অনুষ্ঠানে নজরুলের গান শোনাবেন ফাহমিদা নবী । বিকেল পাঁচটা ২০ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি শুরু হবে।
সুবর্ণ কাজীর উপস্থাপনায় রাত ১১টায় এসএটিভিতে প্রচারিত হবে ‘চলচ্চিত্রে নজরুল’ অনুষ্ঠানটি।
‘শিল্পী’ নাটকের দৃশ্যে তৌকীর আহমেদ। দেখানো হবে বৈশাখী টিভিতে রাত আটটায়। রচনা ও পরিচালনা করেছেন গোবিন্দ রায়।
ভাবনা অভিনয় করেছেন নজরুলের নাটক ‘শিউলিমালায়’। সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে দেখানো হবে এটি। পরিচালনা করেছেন রেহমান খলিল।
রুকসানা কবীর কাকলীর উপস্থাপনায় রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নজরুলসংগীতের অনুষ্ঠান ‘মনে পড়ে আজ’।
নজরুলের জীবন নিয়ে তথ্যচিত্র ‘বিদ্রোহীর জীবনালেখ্য’। বিশ্লেষক: ডক্টর রফিকুল ইসলাম, খিলখিল কাজী, নজরুল সংগীত শিল্পী খালিদ হাসান। উপস্থাপনা করেছেন ফারহানা লিটা ও প্রযোজনায় খন্দকার শাহাদাত হোসেন। ১০টা ৩০ মিনিটে এসএটিভিতে প্রচার হবে।
কাজী নজরুল ইসলামকে ঘিরে তথ্যচিত্র ‘দি রেবেল পয়েন্ট’। পরিচালনায় অঞ্জন দাশ। বিকাল ৫টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৫
এমকে