আসছে ৩০ মে বাংলাদেশের নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিত্ব করতে কানাডার একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন আর্শিনা প্রিয়া। সেখানে ‘মিসসিসসাগুয়া মাল্টিকালচারাল ফেস্ট ২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি নিজেই আমার নৃত্য কোরিওগ্রাফি করেছি। সেখানে বাংলা লোকনৃত্য উপস্থাপন করবো। আমি দেশের বাইরে থাকলেও বাংলাদেশকে ভালোবাসি। ’
আর্শিনা প্রিয়া সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় বাংলাদেশ ফাইন আর্টস একাডেমিতে ফারহানা বেবীর নিকট কাছে নাচ শিখেন। এরপর ১৯৯৮ সালে ড্যান্স গ্রুপ ‘ঈগল’-এ যোগ দিয়ে দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘স্বপ্ন যদি তুই’ ও বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেন। বর্তমানে তিনি কানাডার টরেন্টোতে বসবাস করছেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৫
এমকে/