মেরেলিন মনরোর শেষ ফটোশ্যুটের ছবি নিলামে উঠেছে। ছবিগুলো তুলেছিলেন জর্জ ব্যারিস।
মাত্র ৩৬ বছর বয়সে বন্ধুর বিষাদময় মৃত্যুর তিন সপ্তাহ আগে ছবিগুলো তুলেছিলেন ব্যারিস। এরপর এসব ছবি নিয়ে বই তৈরির কাজ শুরু করেছিলেন তিনি। ‘দ্য সেভেন ইয়ার ইচ’ (১৯৫৫) ছবির কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।
ক্যালিফোর্নিয়ার বেন্টউডে নায়িকার বাড়িতে তোলা কিছু ছবিও রয়েছে। ছবিগুলো যখন তোলা হয়েছিলো তখন খোলামেলা অবস্থায় ছিলেন মেরিলিন। মেরিলিন মনরোর এই দুষ্প্রাপ্য ছবিগুলো লন্ডনের ‘ড্রুয়েটস অ্যান্ড ব্লুমসবেরি অকশন’এ নিলামে তোলা হচ্ছে।
মেরিলিন মনরোর প্রকৃত নাম নরমা জিয়ান বেকার। ১৯২৬ সালের ১ জুন মার্কিন এই অভিনেত্রী-মডেলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। একই শহরে ১৯৬২ সালের ৫ আগস্ট মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘন্টা, মে ২৭, ২০১৫
বিএসকে/