ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেপ্লেক্সে রাসেল ক্রো’র ‘দ্য ওয়াটার ডিভাইনার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
সিনেপ্লেক্সে রাসেল ক্রো’র ‘দ্য ওয়াটার ডিভাইনার’ ‘দ্য ওয়াটার ডিভাইনার’ছবিতে রাসেল ক্রো ও অনান্যরা

ঢাকার পর্দায় আসছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রাসেল ক্রো। ‘গ্ল্যাডিয়েটর’ খ্যাত এই অস্কারজয়ী অভিনেতাকে একইসঙ্গে অভিনেতা ও পরিচালক হিসেবে দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শকরা।

তার পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ওয়াটার ডিভাইনার’২৯ মে মুক্তি পেতে যাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

যুদ্ধে গিয়ে নিখোঁজ তিন সন্তানের সন্ধানে ভিটেমাটি সব বিক্রি করে অস্ট্রেলিয়া থেকে সুদূর তুরস্কে পাড়ি দেন জশুয়া কনোর। ১৯১৯ সালের কথা। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই এ ঘটনা। নানা ঘাত-প্রতিঘাত আর সংগ্রামবিজড়িত এ ঘটনা নিয়েই ছবিটি নির্মাণ করেছেন রাসেল ক্রো।

এরই মধ্যে ছবিটি অস্ট্রেলিয়ান একাডেমি অব সিনেমা অ্যান্ড টিভি আর্টসে পাঁচটি পুরস্কার জিতেছে। গেল বছরের ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় মুক্তি পায় ছবিটি। আর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ বছরের ২৪ এপ্রিল। অস্ট্রেলিয়ার স্থানীয় বাজারে ২০১৪ সালে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেছে এ ছবি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এমকে/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।