ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মায়ের মৃত্যু গায়ক বানিয়েছে যাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মায়ের মৃত্যু গায়ক বানিয়েছে যাকে বোনো

মাত্র ১৪ বছর বয়সে মাকে হারান বিখ্যাত গায়ক বোনো। মায়ের মৃত্যুই গানকে পেশা হিসেবে নিতে উদ্বুদ্ধ করেছে তাকে।

সেই সূত্রেই আইরিশ রক ব্যান্ড ইউটুর জন্ম। মায়ের শোক কাটিয়ে উঠতেই গানে মনোনিবেশ করেন তিনি।

১৯৭৪ সালের সেপ্টেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান বোনো মা। ৫৫ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, ‘মায়ের হঠাৎ মৃত্যুতে বুঝতে পেরেছিলাম জীবনের অনেকে মূল্যবান কিছু হারিয়েছি। তার অন্তোষ্টিক্রিয়ার পর মনে হচ্ছিলো আমার বুকজুড়ে শুন্যতা। জানতাম না গান-বাজনা করে মায়ের অভাব দূর হবে আমার। তার চলে যাওয়ােই আমাকে সংগীতশিল্পী বানিয়েছে। ’

মায়ের মৃত্যুর কথা ইউটু ব্যান্ডের কয়েকটি গানে উল্লেখও করেছেন বোনো। এর মধ্যে আছে ‘আই উইল ফলো’, ‘মোফো’ এবং ‘আউট অব কন্ট্রোল’।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।