মাত্র ১৪ বছর বয়সে মাকে হারান বিখ্যাত গায়ক বোনো। মায়ের মৃত্যুই গানকে পেশা হিসেবে নিতে উদ্বুদ্ধ করেছে তাকে।
১৯৭৪ সালের সেপ্টেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান বোনো মা। ৫৫ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেন, ‘মায়ের হঠাৎ মৃত্যুতে বুঝতে পেরেছিলাম জীবনের অনেকে মূল্যবান কিছু হারিয়েছি। তার অন্তোষ্টিক্রিয়ার পর মনে হচ্ছিলো আমার বুকজুড়ে শুন্যতা। জানতাম না গান-বাজনা করে মায়ের অভাব দূর হবে আমার। তার চলে যাওয়ােই আমাকে সংগীতশিল্পী বানিয়েছে। ’
মায়ের মৃত্যুর কথা ইউটু ব্যান্ডের কয়েকটি গানে উল্লেখও করেছেন বোনো। এর মধ্যে আছে ‘আই উইল ফলো’, ‘মোফো’ এবং ‘আউট অব কন্ট্রোল’।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
বিএসকে/জেএইচ