‘গহীনে শব্দ’ ও ‘জোনাকির আলো’র পর এবার স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করছেন নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। নাম ‘ডেড হ্যান্ডস রাইজিং’।
‘উই ওয়ান্স আপন অ্যা টাইম/আই অ্যান্ড হ্যান্ডস/ইন ইউর মানি...’ কথার গানটি লিখেছেন সেতারা জাবিন আহম্মেদ। গত ৭ জুন বিকেলে ই-কিউ স্টুডিওতে সারা মিলারের কণ্ঠ ধারণ করা হয়। তাকে দিয়ে গাওয়ানো প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমার একটা বিদেশি কণ্ঠ দরকার ছিলো। হঠাৎ তার গান শুনে ভালো লেগেছে। তাই তাকে নির্বাচন করি। ’
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। তিনি বলেন, ‘এবারই প্রথম ইংরেজি গানের কাজ করলাম। খুবই ভালো অভিজ্ঞতা। আমি ছবিটির আবহসংগীতের কাজও করেছি। ’
নিরীক্ষাধর্মী ছবিটির দৈর্ঘ্য ১৮ মিনিট। আগামী ৯ জুন এর শেষ দিনের দৃশ্যায়ন হবে। অবশ্য অন্যান্য দৃশ্যের সম্পাদনা এবং আবহসংগীতের কাজ সম্পন্ন হয়ে গেছে। পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। তিনি বাংলানিউজকে জানালেন, ‘দুই সপ্তাহের মধ্যে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করবো ঢাকায়। এটি যতোটা বেশি সম্ভব আন্তর্জাতিক উৎসবগুলোতে নিতে চাই। ইতিমধ্যে ছবিটির রাফকাট আর্ন্তজাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে। এ ধরনের কাজ বাংলাদেশে আগে হয়নি। এখানে কোনো সংলাপ নেই। ’
‘ডেড হ্যান্ডস রাইজিং’ প্রযোজনা করেছে আর্য চলচ্চিত্র ফাউন্ডেশন। চিত্রগ্রহণ করেছেন মিঠুর পুত্র আর্য শ্রেষ্ঠ। এ ছাড়া কালার গ্রেডিংয়ের কাজ করেছেন আর্য।
বাংলাদেশ সময় : ১৩৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
জেএইচ