শুভ আর মোনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু’জনই।
গল্পটা ‘অ্যাগনেস’ নাটকের। এতে মোনা চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। আর শুভর ভ‚মিকায় আছেন ইন্তেখাব দিনার। মোনা ও বাদল দম্পতির মেয়ের নাম অ্যাগনেস। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনেই শুভ ও মোনা ঠিক করে তাদের মেয়ের নাম রাখবে অ্যাগনেস। তাই নাটকের নামও এটাই। এ নাটকেও আরও আছেন মাজনুন মিজান, পাপিয়া সরকার এবং শ্রেষ্ঠা।
নাটকটি লিখেছেন বিপ্লব মজুমদার, পরিচালনায় রাকেশ বসু। তিনি বলেন, ‘২০০৮ সালে পরিকল্পনা ছিলো এই কাজটা করার। অনেক সময় লেগে গেলো এই জায়গা পর্যন্ত আসতে। লিওনার্ডো দ্য ভিঞ্চির মোনালিসাকে দু’ভাগ করতে দাঁড়ায় মোনা আর লিসা। এ নাম দুটি রচয়িতা ব্যবহার করেছেন এতে। ’
৯ ও ১০ জুন রেইন ট্রি প্রোডাকশন প্রযোজিত ‘অ্যাগনেস’ নাটকের দৃশ্যধারণ হয়েছে উত্তরায়। এটি আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
জেএইচ