ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দশম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান

খায়রুল বাসার নির্ঝর, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আজীবন সম্মাননা পেলেন ফেরদৌসী রহমান ফেরদৌসী রহমান

দেশীয় সংগীতের অসামান্য কীর্তির জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের দশম আসরে আজীবন সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান। ‘শুদ্ধ সংগীতের বিশ্বায়ন’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন।



অনুষ্ঠানে ফেরদৌসী রহমানকে উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ ছাড়া তিনি পেয়েছেন ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট। পুরস্কার গ্রহণের সময় ফেরদৌসী মঞ্চে আমন্ত্রণ জানান তার ভাই মোস্তফা জামান আব্বাসী এবং আরেক কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে।  

এবারের আয়োজনে সংগীতের মোট ১৮টি শাখায় পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু।

বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।