আবারো প্যারোলের জন্য আবেদন করেছেন সঞ্জয় দত্ত। পুনের ইয়েরওয়াড়া জেলের বিভাগীয় কমিশনারের কাছে ৩০ দিন ছুটি চেয়েছেন তিনি।
এর আগেও কয়েকবার প্যারোলে ছাড়া পেয়েছিলেন সঞ্জুবাবা। গত বছরের অক্টোবরে শারীরিক অসুস্থতার কারণে এক মাস প্যারোলে মুক্ত ছিলেন তিনি। তাকে বারবার প্যারোলে মুক্তির সুযোগ দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনার জন্ম হয়। এবারও ব্যতিক্রম হবে না বলে ধারণা করছেন অনেকে।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদন্ড দেন সুপ্রিম কোর্ট। ২০০৭ থেকে পরের বছরের মধ্যে ১৮ মাস কারাভোগ করেন তিনি। প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ সুনীল দত্তের এই ছেলে ২০১৩ সালের মে থেকে বাকি ৪২ মাসের সাজা ভোগ করছেন।
সঞ্জয় দত্তের বোন রাজনীতিবীদ প্রিয়া দত্ত জানান, প্যারোলের মেয়াদ শেষ হলে আবার জেলে ফিরে যাবেন তিনি। চলতি বছরের ডিসেম্বরেই পুরোপুরি মুক্ত হয়ে যাওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ