কলকাতায় থাকেন রোজা পারমিতা দে। কিছুদিন আগে এসেছিলেন বাংলাদেশে।
চিত্রনাট্য পলাশ মাহবুবের। বাংলানিউজকে তিনি বলছেন, ‘এটা আমাদের যাপিত জীবনেরই একটি গল্প। ছোটবেলা থেকে সবাই আশপাশে এ গল্প দেখছেন, এ গল্পের মধ্য দিয়েই বেড়ে উঠছেন। টেলিছবিটি যখন দেখবে দর্শক, চমকিত হবে, আরে! এ গল্প তো আমরা জানি!’ এ কারণেই নাম ‘বাল্যশিক্ষা’।
তৌকীর-রোজার সঙ্গে এতে আরও আছেন এ কে আজাদ সেতু। ‘বাল্যশিক্ষা’ প্রচার হবে এসএ টিভিতে, ঈদের দিন বিকেল ৩টায়।
রোজা পারমিতা ওপার বাংলায় নামী মডেল। প্রশংসিত অভিনেত্রীও। কাজ করছেন রাজ চক্রবর্তীর ‘কাঠমান্ডু’ ছবিতে। এটি চলতি বছরেই মুক্তি পাবে। কলকাতায় বেড়ে উঠলেও রোজা এ দেশেরই মেয়ে। অভিনেত্রী শিল্পী সরকার অপুর ছোট বোনের মেয়ে তিনি।
‘বাল্যশিক্ষা’-ই এদেশে রোজার প্রথম কাজ নয়। ছোটবেলায় নরেশ ভূঁইয়ার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। তৌকীর ছাড়াও এবার ঈদে গোলাম মুক্তাদির শান আর গৌতম কৈরীর পরিচালনায় তার আরও দুটি কাজ প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ