আগেই জনপ্রিয় হয়ে গেছে গানটা, এবার অ্যালবাম আকারে বের হলো ‘বলতে বলতে চলতে চলতে’। জনপ্রিয় হওয়ায় নিজের তৃতীয় একক অ্যালবামের নাম এটাই রেখেছেন ইমরান।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে অ্যালবামটির মোড়ক খোলা হয়। এখানে ইমরানের মা-বাবা সন্তানকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া অ্যালবামের গীতিকাররা অভিজ্ঞতা ভাগাভাগি করেন। অতিথি হিসেবে ইমরানকে শুভকামনা জানান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার, জয় শাহরিয়ার ও কিশোর।
‘বলতে বলতে চলতে চলতে’ সাজানো হয়েছে ১৪টি গান নিয়ে। এর মধ্যে একটি গানের দুটি সংস্করণ আছে। এ ছাড়া রয়েছে শিরোনাম-গানের যন্ত্রসংগীত। একটি করে গানে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পূজা, বৃষ্টি ও নিশি।
ইমরানের এ অ্যালবামে সর্বাধিক পাঁচটি গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বাকিগুলো শফিক তুহিন, জাহিদ আকবর, জনি হক, ফয়সাল রাব্বিকীন, স্নেহাশীষ ঘোষ, তারেক আনন্দ ও ইয়াসমিন করিমের লেখা। সব গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। সংগীতা থেকে বাজারে এসেছে ‘বলতে বলতে চলতে চলতে’।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
জেএইচ