ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২২ দিনের জন্য থাইল্যান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
২২ দিনের জন্য থাইল্যান্ডে (বাঁ থেকে) নীলাঞ্জনা নীলা, মুমতাহিনা টয়া ও পারসা ইভানা

‘গেলাম, ২২ দিনের জন্য’- ২৩ জুলাই রাতে ঢাকা ছাড়ার আগে ফেসবুকে মুমতাহিনা টয়ার এই স্ট্যাটাস। শুধু তিনি নন, এই দলে আরও আছেন সাজু খাদেম, এফ এস নাঈম, তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, অন্তু, ইভানা ও নীলাঞ্জনা নীলা।

এতোজন একসঙ্গে দলবেঁধে যাওয়া মানে, উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি নয়, সেটা বোঝা যায়।

তবে ঘোরাঘুরি যে একেবারেই হবে না, তা তো নয়। পাতায়া নেমেই তারা বেশ মজা করে দলবেঁধে চষে বেড়াচ্ছেন। সেসব ছবিও ফেসবুকে পোস্ট করছেন একের পর এক।

নাটকের কাজেই গেছেন তারা। ধারাবাহিক নাটক। তা-ও একটি নয়, দু’টি। নাম ‘সুপারস্টার’ এবং ‘অর্কিড’। এগুলো পরিচালনা করছেন রায়হান খান।

পাতায়া ও এর আশেপাশেই হবে দৃশ্যধারণ। ওখানে বেশ লম্বা সময় ধরে কাজ করবেন তারা। দেশে ফিরবেন আগামী মাসের মাঝামাঝি।



বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।