এসএস রাজামৌলির ‘বাহুবলী’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রেকর্ড গড়ে যাচ্ছে। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে এর আয় ছাড়িয়ে গেছে ৪০০ কোটি রুপির ঘর।
এর মাধ্যমে নিচে নেমে গেছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড। ‘বাহুবলী’ এখন আছে চার নম্বরে। তিনে থাকা শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির আয়কেও (৪২৩ কোটি রুপি) ‘বাহুবলী’ পেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে আমির খানের ‘পিকে’ (৭৪০ কোটি) আর ‘ধুম থ্রি’ (৫৪২ কোটি রুপি)।
বিস্ময়কর স্পেশাল ইফেক্টসের সুবাদে ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-সহ বিভিন্ন দেশের দর্শকদের মুগ্ধ করেছে ‘বাহুবলী’। তেলেগু ও তামিল ভাষায় তৈরি হলেও হিন্দি, ইংরেজি ও অন্য কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়া হয়েছে এটি।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিশ্বজুড়ে ছবিটি ভূয়সী প্রশংসা পেয়েছে। এর গল্প লিখেছেন রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ২৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘বাহুবলী’ই ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি। এটি তৈরি হয়েছে দুটি পর্বে। পরের কিস্তি ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ মুক্তি পাবে আগামী বছর।
এদিকে ‘বাহুবলী’র প্রধান অভিনেতা প্রভাস সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এতে আরও অভিনয় করেছেন রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি, নাসের ও রম্য কৃষ্ণান।
* ‘বাহুবলী’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
জেএইচ