খালেদ খান আজ বেঁচে থাকলে কতো খুশিই না হতেন! মেয়ে তার নতুন জীবন শুরু করছে। ঘর বাঁধছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জয়িতার বিয়ে হলো। অভিনেতা খালেদ খান ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান তিনি। জয়িতা গান করেন, যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন তিনিও শিল্পের মানুষ। অভিনেতা ও নির্দেশক মুস্তাফিজ শাহীন। শাহীন দীর্ঘদিন ধরে নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত। নির্দেশনা দিয়েছেন মঞ্চনাটক 'দর্পণ' ও 'ডাকঘর'। অভিনয় করেছেন জাহিদুর রহিম অঞ্জনের 'মেঘমল্লার' ছবিতে।
জয়িতা-শাহীন দু’জনের ছোটবেলা থেকেই পরিচয়। পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসলেন তারা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এখন কিছুদিন পুরোপুরি ঘর-সংসারে মন। তারপরই জয়িতা ব্যস্ত হবেন নিজের চতুর্থ একক অ্যালবাম নিয়ে। তার প্রকাশিত আগের তিনটি অ্যালবামের নাম 'শুধু রবীন্দ্রনাথ', 'বাঁধন ছেঁড়ার গান' এবং 'দুঃখ জাগানিয়া'।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
কেবিএন/জেএইচ