মেয়েটির এমনই সিদ্ধান্ত। ওর নাম শায়লা।
অ্যারেঞ্জড ম্যারেজের ঘোর বিরোধী। পুলকের সঙ্গে বিয়েটা যখন প্রায় ঠিক, তখনই শায়লা বেঁকে বসে। এভাবে হুট করে বিয়ের পিঁড়িতে বসার আগে অনেক কিছুই জানার আছে- ছেলেটা কথায় কথায় ভাব দেখায় কি-না, ধূমপান করে কি-না, মেয়েদের দিকে আড়চোখে তাকায় কি-না, দাঁত দিয়ে নখ কাটে কি-না। জানতে হলে ঘুরতে হবে না?
তাই সিদ্ধান্ত হয়- আগে ঘোরাঘুরি, জানাশোনা, তারপর বিয়ে। নাটকের কাহিনী এরকম। নাম ‘এই রোদ এই বৃষ্টি’। এতে পুলক হয়েছেন অপূর্ব, আর শার্লিন ফারজানা অভিনয় করেছেন শায়লা চরিত্রে। আরও অভিনয় করেছেন সেলিম আহমেদ, করভী মিজান প্রমুখ।
লেখা আপেল মাহমুদের, পরিচালনায় গোলাম মুক্তাদির। নাটক ‘এই রোদ এই বৃষ্টি’ প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪৫ মিনিটে, দেশ টিভিতে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
কেবিএন/জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।