কণ্ঠশিল্পী জান্নাতে রোম্মান তিথির প্রথম অ্যালবাম প্রকাশ পায় ২০১৩ সালে। নিজের নামের সঙ্গে মিলিয়ে অ্যালবামের নাম রাখেন ‘কল্পতিথি’।
নাম রেখেছেন ‘শর্টস্টোরি’। গানগুলো লিখেছেন ক্যাপ্টেন মাকসুদ আহমেদ। সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু ও সুমন রাহাত। অবশ্য একটি গানের কথা ও দু’টোর সুর শিল্পীর নিজের। সংগীতায়োজন কলকাতার জয়দ্বীপ চান্দার। তিথি বলছেন, ‘প্রতিটি গানে একেকটি গল্প আছে। ছোটো ছোটো গল্প। জীবনের গল্প। সে কারনেই অ্যালবামের নাম এটাই রাখা হয়েছে। ’
‘শর্টস্টোরি’তে গান থাকছে ৯টি। গানগুলোর শিরোনাম ‘দোলাচল’, ‘লুকোচুরি’, ‘স্বপ্ন’, ‘জোসনা জল’, ‘প্রজাপতি মেয়ে’, ‘মনের ঘর’, ‘কাশবন’, ‘বিষণ্ন কেন’ ও ‘শুণ্যতা’। ফাহিম মিউজিক বাজারে আনবে এটি। তিথি জানাচ্ছেন, এ মাসের শেষ সপ্তাহে শ্রোতারা শুনতে পাবেন ‘শর্টস্টোরি’র গানগুলো।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কেবিএন