শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংগীত পরিবেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন রুনা লায়লা। দুর্গোৎসবটির নাম রাখা হয়েছে গীতি আলেখ্য ‘রূপসী বাংলা ও আমাদের পূজো’।
সিঙ্গাপুর যাওয়ার খবর নিশ্চিত করে বাংলানিউজকে রুনা বলেন, ‘অনেক বছর পর এই দেশে যাচ্ছি। আয়োজকদের ভাবনাটা ভালো লেগেছে আমার। রূপসী বাংলা আর পূজোর সম্মিলন থাকছে এতে। প্রবাসে থেকেও যারা রূপসী বাংলাকে মনে ধারণ করেন তা দেখে ভালো লাগে। এসব আয়োজনে গাওয়াটা উপভোগও করি। ’
দুর্গোৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি। উৎসব শুরু হবে ২০ অক্টোবর থেকে। প্রথম দুই দিন গান গাইতে যাবেন চট্টগ্রামের গায়িকা বৃষ্টি মুৎসুদ্দি। তিনি ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ বিজয়ী।
রুনা বাংলানিউজকে জানালেন, আগামী ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। ঢাকায় ফিরে আসবেন ২৩ অথবা ২৪ অক্টোবর।
বাংলাদেশ সময় : ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেএইচ