ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। অভিনয় করেছেন মাত্র কয়েকটি ছবিতে।
ভারতের ৪৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) বাংলাদেশ থেকে চারটি ছবি অংশ নিচ্ছে। এর মধ্যে তিনটিতেই আছেন অপর্ণা। এগুলো হলো- গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’ এবং প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’।
অন্য ছবিটি হলো ‘স্বর্গ থেকে নরক’। অরূপ রতন চৌধুরী পরিচালিত এবং ফেরদৌস-নিপুন অভিনীত ছবিটি এখনও মুক্তি পায়নি।
ভারতের এই উৎসবে অংশ নেওয়ার জন্য নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস থেকে আমন্ত্রণ জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণলায়ের অনুরোধে তথ্য মন্ত্রণালয় চারটি ছবিকে চূড়ান্ত করে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) জি এন নাজমুল হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি চলচ্চিত্র নির্মাতাদের কাছে পাঠানো হয়েছে। গোয়ায় আয়োজিত উৎসবটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০ নভেম্বর থেকে বসবে চলচ্চিত্রপ্রেমীদের এই মেলা।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসও/জেএইচ