‘বিদায় রবীন্দ্র জৈন জি। গানের মাধ্যমে আপনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
ভারতীয় সংগীত পরিচালক রবীন্দ্র জৈনের মৃত্যুতে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। মূত্রনালীর সংক্রমণের কারণে বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ার কারণে কয়েকদিন আগে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। গত ৮ অক্টোবর তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে চলে যান তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সত্তরের দশকে ‘চোর মাচায়ে শোর’, ‘গীত গাতা চল’, ‘চিতচোর’-এর মতো বলিউডের ব্যবসাসফল ছবিতে রবীন্দ্র জৈনের সুর করা গানে মেতেছিলো শ্রোতারা। তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন রাজ কাপুর। ‘রাম তেরি গঙ্গা মালি’, ‘দো জাসুস’-এ তার সুর আজও মুখে মুখে ফেরে। এসব গান চিরকাল মনে রাখার মতো। আশি ও নব্বই দশকে বেশকিছু টিভি সিরিজেও সুরকার হিসেবে কাজ করেছিলেন তিনি। তার সুর করা জনপ্রিয় পাঁচটি গানের ভিডিও দেখা যাক।
* ‘সওদাগর’ ছবির ‘তেরা মেরা সাথ রাহে’ গানের ভিডিও :
* ‘সওদাগর’ ছবির ‘সাজনা হ্যায় মুঝে সাজনা কে লিয়ে’ গানের ভিডিও :
* ‘চোর মাচায়ে শোর’ ছবির ‘লে জায়েঙ্গে লে জায়েঙ্গে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানের ভিডিও :
* ‘গীত গাতা চল’ ছবির ভিডিও :
* ‘গীত গাতা চল’ ছবির ‘শ্যাম তেরি বাঁশি পুকারে রাধা নাম’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বিএসকে/জেএইচ