ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সার্কাস শেখানো হবে জয়াকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
সার্কাস শেখানো হবে জয়াকে জয়া আহসান

দেশীয় চলচ্চিত্রপ্রেমীরা তাকিয়ে আছে ‘বিউটি সার্কাস’-এর দিকে। জয়া আহসানের দিকে।

মনোযোগের কেন্দ্রে রয়েছেন ছবিটির নির্মাতা মাহমুদ দিদারও। ছোটপর্দায় বেশ আলোচিত তিনি। এ ছবি দিয়েই শুরু হচ্ছে তার চলচ্চিত্র-যাত্রা। তিনি এখন পুরো দেশ চষে বেড়াচ্ছেন দৃশ্যধারণের জন্য যুতসই স্থান খুঁজে পেতে। কয়েকদফা ঘোরা শেষে প্রাথমিকভাবে কিছু জায়গা চূড়ান্ত করা হয়েছে।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে মাহমুদ দিদার বলছিলেন, ‘চিত্রনাট্যের সঙ্গে মেলে এমন কিছু জায়গা পাওয়া গেছে। নেত্রকোণার সোমেশ্বরী নদীর তীর, শেরপুরের গজনী, সিরাজগঞ্জ, কাপ্তাইয়ের কর্ণফুলি মাঠ- জায়গাগুলোতে দৃশ্যধারণের পরিকল্পনা করছি। ’

গল্পটা সার্কাস নিয়ে। সার্কাসের ঝুঁকিপূর্ণ খেলা, সার্কাসপ্রেমী মানুষ, খেলোয়াড়দের জীবন-সংগ্রাম হয়ে উঠবে গল্পের অনুষঙ্গ। সে হিসেবে বড়সড় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘বিউটি সার্কাস’-এর কেন্দ্রীয় চরিত্র ‘বিউটি’ হয়ে এতে অভিনয় করবেন জয়া আহসান। সার্কাস দলের প্রধান তিনি। নিজেও খিলাড়ি হয়ে দর্শকদের সামনে আসেন। মূলত তাকে দেখতেই উপচে পড়ে দর্শক।

পরিচালক জানাচ্ছিলেন, যেহেতু জয়াকে সার্কাস-খিলাড়ির চরিত্রে অভিনয় করতে হবে; তাই সার্কাসের প্রশিক্ষণ দেওয়া হবে তাকে। নিয়ে যাওয়া হবে সার্কাস দলে। সেখানে বেশকিছু দিন কাটাবেন তারা। দেবেন সার্কাসের বিভিন্ন শারীরিক কসরতের প্রশিক্ষণ।

জয়া এখন কলকাতায়। ব্যস্ত আরেকটি বড়সড় ছবি নিয়ে। একদিন বাদেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’। দেশভাগের গল্প নিয়ে নির্মিত বড় ক্যানভাসের এ ছবিতে জয়া আছেন রুবিনা চরিত্রে। আগামী বছরের জানুয়ারিতে ‘বিউটি সার্কাস’-এর দৃশ্যধারণ শুরু হবে। তার আগে, এ মাসের ২০ তারিখে জয়া ফিরবেন কলকাতা থেকে। মনোযোগী হবেন পরবর্তী কাজ ‘বিউটি সার্কাস’ নিয়ে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।