ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মামলার মুখে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
মামলার মুখে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’

মুক্তির প্রথম সাত দিনেই ‘বজরঙ্গি ভাইজান’ আয় করেছিল ১৮৪ কোটি ৬২ লাখ রুপি। হিসেবে, আমির খানের ‘পিকে’ ও শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিকে পেছনে ফেলেছিল সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’।

ব্যবসাসফল ও আলোচিত এ চলচ্চিত্র ঘিরে শুরু থেকে বিভিন্ন ধরনের ‘বিতর্কিত’ খবর বেরিয়েছে। এবার ছবিটির বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছে। ঘটনা গড়িয়েছে মামলা পর্যন্ত।

ঈদুল ফিতরে রূপালি পর্দায় আসা ছবিটির নির্মাতা কবীর খানের বিরুদ্ধে ৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা হয়েছে। মুম্বাইয়ের হাইকোর্টে মামলাটি ঠুকেছেন নির্মাতা মহিম যোশি।

এই নির্মাতার দাবি, ২০০৭ সালের জুন মাসে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রডিউসারস-এর অধীনে চিত্রনাট্যটি নিবন্ধন করেছিলেন তিনি। আর এ ছবিটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিবেক ওবেরয় ও সুরেশের প্রডাকশন হাউস ইয়াসি মাল্টিমিডিয়ার সঙ্গে। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও ছবি বানাতে পারেনি তারা। পরে সেটি নিয়ে যান প্রোডাকশন হাউস ‘ভায়াকম ১৮’-এর কাছে। যোশির অভিযোগ, ‘ভায়াকম ১৮’ থেকেই ফাঁস হয়েছে তার গল্প।

মহিমের অভিযোগ, তার গল্প চুরি করে বানানো হয়েছে ‘বজরঙ্গি ভাইজান’। এমনকি ছবিতে দেখানো বেশ কিছু লোকেশনেরও মিল রয়েছে তার চিত্রনাট্যের সঙ্গে। মুম্বাইয়ের হাইকোর্টে সেসবের প্রমাণ পেশ করেছেন তিনি।

 এদিকে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিচারপতি গৌতম প্যাটেল ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রযোজক রকলিন ভেঙ্কটেশ, রাজেশ ভাট, সালমান খান, ছবির সহ-প্রযোজক, লেখক কেভি বিজয়েন্দ্র প্রসাদ ও পরিচালক কবির খানকে আদালতে ডেকে পাঠান। ২১ অক্টোবর আদালতে হাজিরা দেবেন তারা।

এর আগে, বজরঙ্গি ভাইজান ছবির ‘ভর দো ঝোলি মেরি’ গানটির বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছিল। পাকিস্তানি একটি কাওয়ালি গানের সুর নকলের অভিযোগ উঠেছিল সুরকার প্রীতমের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।