‘রাজকাহিনী’ মুক্তির একদিন আগেই, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় কলকাতার সিটি মাল্টিপ্লেক্সে বসেছিলো তারার মেলা। ঝলমলে জয়া আহসান হাজির ছিলেন উৎফুল্ল মন নিয়ে।
‘রাজকাহিনী’র পুরুষ চরিত্রের অভিনেতারাও ছিলেন- শাশ্বত চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ- সবাই। আর পুরো আয়োজনের মধ্যমণি ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি।
টালিগঞ্জের দুই প্রভাবশালী তারকা প্রসেনজিৎ আর দেবও এসেছিলেন। যদিও তারা এ ছবিতে অভিনয় করেননি, কিন্তু এসেছিলেন শুভেচ্ছা জানাতে। পরিচালকজুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জিকেও দেখা গেছে প্রিমিয়ারে।
ছবিটি মুক্তির পঞ্চম দিন চলছে। চারিদিক থেকে আসছে প্রচুর প্রশংসা। দলে দলে লোক যাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবি দেখে মুগ্ধ সবাই। ১৯৪৭-এর দেশভাগের দৃশ্যপট জীবন্ত হয়ে উঠছে চোখের সামনে। ‘রাজকাহিনী’র রুবিনা রূপী জয়া স্বাভাবিকভাবেই খুব খুশি। তিনি এখনও কলকাতায় আছেন। ফিরবেন ক’দিনের মধ্যেই।
এসেই যোগ দেবেন মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’-এর মহড়ায়। সরকারি অনুদানের এ ছবিতে তাকে দেখা যাবে বিউটি চরিত্রে। মেয়েটি একটি সার্কাস দলের মালিক। এ ছাড়া ২৭ অক্টোবর থেকে জয়া শুরু করবেন সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ছবির কাজ।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
কেবিএন/জেএইচ