মুক্তিযুদ্ধের সময়কার দুই বন্ধুর গল্প। দুই মুক্তিযোদ্ধার গল্প।
দুই বন্ধুর একজনের নাম আগেই প্রকাশ পেয়েছিলো। কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি যুক্ত হলেন আরেকজন- মাজনুন মিজান। গতকাল রোববার (২৫ অক্টোবর) ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘ভুবন মাঝি’। ২০১৪-১৫ অর্থবছরে অনুদান পেয়েছে এটি। পরিচালনা করছেন ফখরুল আরেফিন।
‘ভুবন মাঝি’র মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মাজনুন মিজান। এটি হবে তার তৃতীয় ছবি। সর্বশেষ হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’-এ (২০০৮) দেখা গেছে তাকে। তারও দুই বছর আগে একই নির্মাতার ‘নয় নম্বর বিপদ সংকেত’ দিয়ে বড় পর্দায় শুরু করেছিলেন চলচ্চিত্র-যাত্রা। অবশ্য গত আগস্টে সুমনা সিদ্দিকীর ‘মাধো’র কাজ করেছিলেন, তবে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
‘ভুবন মাঝি’র দৃশ্যধারণ শুরু হওয়ার কথা আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি। কাজটি হবে কুষ্টিয়ায়। মাজনুন মিজান জানাচ্ছিলেন, একই সঙ্গে ছবিতে উঠে আসবে মুক্তিযুদ্ধ ও সুফিবাদ। ছবিটিতে আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
কেবিএন/জেএইচ