ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আয়লান কুর্দিকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আয়লান কুর্দিকে নিয়ে প্রিন্স মাহমুদের গান

তুরস্কের সমুদ্র সৈকতে ভেসে ওঠা সিরিয়ার শিশু আয়লান কুর্দির নিথর দেহের ছবি দেখে কার বুক হু হু করে ওঠেনি! গায়ের লোম কাঁপিয়ে দেওয়া সেই ছবি দেখে গত মাসে একটি কবিতা লিখেছিলেন প্রিন্স মাহমুদ। সেটা এবার রূপ নিচ্ছে গানে।

এর শিরোনাম ‘আয়লানের আড়ি’।

প্রিন্স মাহমুদের সুর-সংগীতে নতুন মিশ্র অ্যালবাম ‘খেয়াল পোকা’য় থাকবে এটি। এতে কণ্ঠ দেবেন নবীন একজন শিল্পী। সঙ্গে থাকবে এক শিশুরও কণ্ঠ। আগামী মাসেই অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে জি-সিরিজ থেকে। কবিতাটি বাংলানিউজের পাঠকদের জন্য দেওয়া হলো-

আয়লানের আড়ি...
সৌদি বাদশাহ নামদার-
উপহার দেন সোনার টয়লেট, মেয়ের বিয়েতে তার।
যুবরাজও করে ব্যয় বেশি না, এক মিলিয়ন মাত্র-
হয়েই গেল একটা রাতের *কিম কারদাশিয়ান ছাত্র।
আরব চিরকাল প্রেমিকই ছিলো, এখনও তাই আছে।
*মালাউন ঘুম ভাঙ্গায় আয়লান, ভাঙ্গেনা তাদের কাছে।
আয়লান তুমি কোন বেহেশতে?কোথায় তোমার বাড়ি?
‘তুমি কেহে *ন্যাড়া? মুসলিম নাকি !
তোমার সঙ্গে আড়ি’...

প্রিন্স মাহমুদ
০৬/০৯/২০১৫

প্রিন্স মাহমুদ তার কবিতায় মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ানের নাম উল্লেখ করার কারণ- সৌদি রাজ পরিবারের সদস্য আদেল-আল-ওতাইব ইনস্টাগ্রামে কিমকে লিখেছেন, ‘আমি একজন সৌদি। আমি বলছি, প্রতি রাতের জন্য আমি তোমায় ১০ লাখ ডলার করে দেবো। ’
* মালাউন শব্দের অর্থ ‘অভিশপ্ত’ বা ‘ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত’। শব্দটি আরবি ‘ملعون’ থেকে উদ্ভূত।
* বাঙালি মুসলমানদের একসময় ন্যাড়া বলা হতো।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।