ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘শ্যামা’য় অর্ণ কমলিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
‘শ্যামা’য় অর্ণ কমলিকা অর্ণ কমলিকা

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘শ্যামা’র সব চরিত্র ভরতনাট্যম নৃত্যে এককভাবে ফুটিয়ে তুলবেন নৃত্যশিল্পী অর্ণ কমলিকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবি মিলনায়তনে (প্লট-১৬, ব্লক-বি) আগামী ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রয়েছে তার পরিবেশনা।

অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাগে ৬টায়। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

অর্ণ কমলিকা ভরতনাট্যম ও মনিপুরি নৃত্য শিখেছেন ছায়ানটে। এখানেই সাত বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। নাচ শিখেছেন বাংলাদেশের শর্মিলা বন্দ্যোপাধ্যায়, বেলায়েত হোসেন ও তামান্না রহমান এবং ভারতের সি.ভি. চন্দ্রশেখরের কাছে। ২০১১ সালের ডিসেম্বরে কানাডায় ভ্যানক্যুভারের ম্যান্ডালা আর্টস অ্যান্ড কালচারে নাচের ওপর স্নাতক করেছেন তিনি।

‘শ্যামা’র পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’ ও ‘চিত্রাঙ্গদা’য়ও নেচেছেন অর্ণ কমলিকা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।