ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাফটা খরা কাটলো ডিক্যাপ্রিওর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
বাফটা খরা কাটলো ডিক্যাপ্রিওর লিওনার্ডো ডিক্যাপ্রিও

যে কোনো পুরস্কার গ্রহণের পর হলিউড তারকা লিওনার্ডো ডিক্যাপ্রিও শুরুতে মাকে ‘শুভ জন্মদিন’ জানিয়ে শিশুর মতো সমর্থন করার জন্য ধন্যবাদ দিয়ে থাকেন। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসেও (বাফটা) ব্যতিক্রম হয়নি।



বাফটার ৬৯তম আসরে সেরা অভিনেতা হয়েছেন ডিক্যাপ্রিও। আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে কিংবিদন্তি অভিযাত্রী হিউ গ্লাস চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রথমবার এই সম্মান পেলেন তিনি।

লন্ডনের রয়েল অপেরা হাউসে ১৪ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে পুরস্কার গ্রহণের পর তিনি বলেছেন, ‘লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে খুব রুক্ষ একটি পাড়ায় বেড়ে উঠেছি আমি। মা আমাকে রোজ তিন ঘণ্টা গাড়ি চালিয়ে ভিন্ন স্কুলে নিয়ে যেতেন অন্যরকম সুযোগ-সুবিধা দেখানোর জন্য। ’

বাফটায় আরও তিনবার মনোনয়ন পেয়েছিলেন ডিক্যাপ্রিও। ‘দ্য এভিয়েটর’ (২০০৫), ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ (২০১৪) ছবিগুলোর জন্য তিনি যা পাননি, ‘দ্য রেভেন্যান্ট’ সেই অতৃপ্তি ঘুচিয়ে দিলো। বাফটা খরা কাটায় ডিক্যাপ্রিও বলেন, ‘আমি হতবাক, বিস্মিত ও সম্মানিত। সত্যি বললে এসবের কিছুই প্রত্যাশিত ছিলো না। ’

এসবের বলতে তিনি বুঝিয়েছেন গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের পর বাফটা জয়। ফলে তার অস্কারজয়ের সম্ভাবনা আরও প্রবল হলো। আগে চারবার অস্কার মনোনয়ন পেলেও শেষ হাসি হাসতে পারেননি। এবার আর সে আশঙ্কা নেই বললেই চলে!

এদিকে বাফটায় ‘দ্য রেভেন্যান্ট’ সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পাঁচটি পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক হয়েছেন আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতু। ডিক্যাপ্রিওর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ওর প্রতিভা আর অঙ্গীকার এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রকল্পে স্বস্তির নিঃশ্বাস হিসেবে কাজ করেছে। ’ বাফটায় ‘দ্য রেভেন্যান্ট’ চিত্রগ্রহণ আর শব্দগ্রহণ শাখায়ও সেরার স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশ সময় : ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।