ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জয়ার মেয়ের বাবা হতে চান শাকিব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জয়ার মেয়ের বাবা হতে চান শাকিব! ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির দৃশ্যে শাকিব খান ও জয়া আহসান

‘এখন আমার জীবনের একমাত্র ইচ্ছা, জয়ার মেয়ের বাবা হতে চাই’- বললেন শাকিব খান। অন্যদিকে জয়া বললেন, ‘নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে নায়ক শাকিব খানের প্রেম!’


বাস্তবে নয়, রূপালি পর্দায় এই সংলাপ বলতে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় এ জুটিকে।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তারা। এর ট্রেলারে শাকিব ও জয়ার মুখে এসব সংলাপ দর্শকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে।

এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবিতে প্রথমবার পর্দা ভাগাভাগি করেন শাকিব-জয়া। দ্বিতীয়বারের মতো তাদের রসায়ন দেখতে ভক্তরা উন্মুখ হয়ে আছেন বলা চলে। তাছাড়া নাচ, গান আর মারামারিতে ভরপুর মসলাদার বাণিজ্যিক ছবিতে জয়াকে আবার পাওয়া যাবে এর মাধ্যমে।

সাফিউদ্দিন সাফির পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শিরিন বকুল প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, সাংবাদিক জ ই মামুন, আলোকচিত্রী সাজ্জাদ হোসেন।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন রুম্মান রশীদ খান। সব গান লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস। এটি মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল। তার আগে আগামী ৪ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) এটিএন ফ্লোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রযোজনায় ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

* ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবির ট্রেলার :
["data":"http://www.youtube.com/v/3oe2H5cjeIU","src":"http://www.youtube.com/v/3oe2H5cjeIU"]  


* ‘প্রেম করবো প্রেমে পড়বো’ গানের ভিডিও :
["data":"http://www.youtube.com/v/kXXyNVGVmjs","src":"http://www.youtube.com/v/kXXyNVGVmjs"]
 

* ‘তুমি ছিলে’ গানের ভিডিও :
["data":"http://www.youtube.com/v/68_7ejdY_iI","src":"http://www.youtube.com/v/68_7ejdY_iI"]

বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।