ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গুলজার! গুলজার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
গুলজার! গুলজার!

‘গুলজার ঢাকায়!’- এমন প্রশ্ন ছুঁড়ে চোখ বড় করেছেন অনেকেই। তার সাক্ষাৎ পেতে চেষ্টা-তদবিরও লক্ষ করা গেছে আশপাশে।

কেন? কে এই গুলজার? কবি? গীতিকার? চলচ্চিত্র পরিচালক?

একটি অনুষ্ঠানে যোগ দিতে উপমহাদেশের বিখ্যাত এই মানুষটি ভারত থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। পাশের দেশ থেকে আইটেম গার্ল কিংবা  হিন্দি ছবির নায়ক বা নায়িকাদের নিয়মিত আনাগোনা এখানে। কিন্তু গুলজারের মতো জীবন্ত কিংবদন্তিরা আসেন না। এবার সেই আক্ষেপ ঘুচেলো।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশি ভক্তদের কবিতা পড়ে শোনালেন তিনি। তার পাশাপাশি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অমিত কুমার। এই শিল্পীর গানেও হাজির ছিলেন গুলজার। কারণ অমিতের বাবা কিশোর কুমার গুলজারের লেখা অনেক গান গেয়েছিলেন। অমিত শোনালেন সেইসব গান। রিয়েল এস্টেট কোম্পানি লেইজার বাংলাদেশের আয়োজনে বসেছিলো গান-কবিতার আসরটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, নায়ক আলমগীর ও লেইজার বাংলাদেশের চেয়ারম্যান ওমর সাদাত ও ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ। গুলজার ঢাকায়  এসেই আতিথেয়তা গ্রহণ করেন রুনা লায়লার।

অস্কার, পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার, দাদা সাহেব ফালকে- সব পুরস্কারে ভূষিত গুলজার। পুরো নাম সাম্পুরন সিং কালরা। কবিতা পড়ার পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন গুলজার। জানালেন বাংলাদেশের সঙ্গে তার নিবিড় সম্পর্কের কথাও।

 গুলজার ছেলেবেলায় এক রিফ্যুজির কাছ থেকে নিয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, উর্দুতে। জানালেন, সেই থেকেই রবীন্দ্রনাথের প্রেমে পড়া শুরু। আর তার স্ত্রী হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী রাখি পশ্চিমবঙ্গের মেয়ে। বাংলাদেশ তথা বাঙালির সঙ্গে সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ। তাইতো গুলজার মাঝে মধ্যে কথাও বললেন বাংলায়! ৮১ বছর বয়সী গুলজার অনুষ্ঠানে পড়লেন রবীন্দ্রনাথের চিঠি ও কবিতা।

অনুষ্ঠানে জীবন্ত এই কিংবদন্তিকে সম্মাননা জানানো হয়। গুলজারকে উত্তরীয় পরিয়ে তার হাতে সম্মাননা তুলে দেন তারকা দম্পতি রুনা লায়লা ও আলমগীর।  

* ঢাকায় এসে রুনার বাসায় গুলজার

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।