ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মায়ামি সাগরপাড়ে বাংলাদেশের জাতীয় সংগীত (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
মায়ামি সাগরপাড়ে বাংলাদেশের জাতীয় সংগীত (ভিডিও)

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট এখন মার্কিন মুলুকে ঘুরছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সংগীত পরিবেশন করছেন তারা।

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) ফ্লোরিডার মায়ামি সাগরপাড়ে বেড়াতে গিয়ে তারা আপন মনে গাইলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।

ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন চিরকুটের সদস্যরা। সেই ভিডিও ফেসবুকে শেয়ার করে তারা লিখেছেন, ‘ফ্লোরিডার মায়ামি বিচের আলো বাতাসে, স্বাধীনতা দিবসে, আজ ছড়ালাম এ গান!’ এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৪৪ হাজার বার। শেয়ার হয়েছে ২৭৭ বার।


চিরকুট আরও লিখেছে, ‘আমাদের কক্সবাজারের বিচ মায়ামি বিচের চেয়ে অনেক বেশি সুন্দর। তবে এখানকার পানিটা সুন্দর, নীল। আর শহরটা দারুণ গোছানো। ’

এদিকে অস্টিনের অন্যতম বড় পত্রিকা অস্টিন ক্রনিক্যাল সাউথ বাই সাউথ ওয়েস্ট-এ চিরকুটের পরিবেশনা নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। অংশগ্রহণকারী ২ হাজার ১০০টি ব্যান্ডের মধ্যে মাত্র তিন-চারটি ব্যান্ড নিয়ে এতো বিশদ লিখলো পত্রিকাটি।

* মায়ামি সাগরপাড়ে চিরকুটের কণ্ঠে জাতীয় সংগীতের ভিডিও দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময় : ১০৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।